• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

নাটোর-৪ উপনির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ডা. সিদ্দিকুর রহমান

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:২২
নাটোর প্রতিনিধি

নাটোর-৪ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং যাচাই-বাছাইয়ে একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।

সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

সহকারী রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বলেন, উপনির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। এ আসনের উপনির্বাচনে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তারা কেউ জমা দেননি।

তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ প্রার্থীর জমা দেওয়া একমাত্র মনোনয়নপত্রটি বাছাইয়েও বৈধ হয়। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। এদিন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার নিয়মানুযায়ী তাকে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণা করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নাটোর,উপনির্বাচন,ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী,প্রতিদ্বন্দ্বী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close