• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নড়াইলে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮
শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা শেষে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, লোহাগড়া পৌর মেয়র ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

পর্যটন দিবস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close