• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২০
লক্ষ্মীপুর প্রতিনিধি

চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী মো. আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৩১) আগ্নেয়াস্ত্রসহ লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।

আলী আকবর চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী গ্রামের মো. মঞ্জুর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরণ, চাঁদাবাজি ও ডাকাতি প্রস্ততীসহ ১০টি মামলা রয়েছে।

এরআগে আলী আকবরকে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের জনৈক রাব্বির বাড়িতে অভিযান পরিচালনা করে বিল্ডিংয়ের ছাদে অবস্থিত প্লাস্টিকের পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। ওইসময় আকবরের কাজ ১টি রিভলবার ও ১টি দেশীয় এলজি (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়।

পুলিশ সুপার তারেক বিন রশিদ জানান, চট্টগ্রামের ৮ মাডারের প্রধান আসামি শিবিরের ক্যাডার সাজ্জাদের সহযোগী আলী আকবর। সেই বিভিন্ন স্থানে আত্মগোপন থেকে মোবাইল ফোনে চাঁদাবাজি করতো। এবং চাঁদা না দিলে, সেই হত্যার হুমকি দিতো। আকবর দুই মাসে পূর্বে লক্ষ্মীপুরে বাসা ভাড়া নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুলিশ যান চালিয়ে দুইটি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি অস্ত্র মামলা হয়। মামলার নং-২৪, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।

অপরাধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close