• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৬ চা শ্রমিক সন্তানের শিক্ষার দায়িত্ব নিলেন ইউএনও

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০২৩, ২১:৫৬
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসচ্ছল চা শ্রমিক পরিবারের ৬ শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

অসচ্ছল চা শ্রমিক পরিবারের শিক্ষার্থীরা হলেন, উপজেলার ভূড়ভূড়িয়া চা বাগানের বাসিন্দা শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সৃষ্টি পাল, একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বৃষ্টি পাল, ৮ম শ্রেণীর ছাত্রী পুর্ণিমা দোষাদ। এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ৬ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তৃষা রবিদাস, কেয়া রবিদাস ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী সৌরভী মৃধা। এদের মধ্যে পুর্নিমা দোষাদ জানায়, তার মা অসুস্থ্যতার কারণে কোন কাজ করতে পরছেনা। বাবা মাঠি কাজ করে।

বাবার সাথে মাঠির কাজ করে এক বোনের লেখাপড়ার খরচসহ সংসার চলে। পুর্ণিমা দোষাদের মতো দরিদ্র এসব চা শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।

চা শ্রমিক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close