• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লাকড়ি কুড়াতে গিয়ে ভাই-বোনের রহস্যজনক মৃত্যু

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০২৩, ১১:২৩
ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর পাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে ভাই-বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর নিউটন গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- ওই গ্রামের মাসুদের মেয়ে মারিয়া (৬) ও একই গ্রামের মনিরের ছেলে আনাছ (২)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। এদিকে ওই ঘটনায় প্রতিবন্ধী মো. ইলিয়াস (১১) ও মো. মাহিন (২) নামে আরো দুই শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, সকালে মারিয়ার মা ও দাদি নদীর তীরে লাকড়ি কুড়াতে যান। এ সময় তারা মারিয়াসহ ওই চার শিশুকে নিয়ে যান। লাকড়ি কুড়ানোর সময় হঠাৎ একটি বাতাস আসে। এতে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। দুপুরে তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারিয়া ও আনাছ মারা যায়। মাহিন ও ইলিয়াসকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।

চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোভন বশাক বলেন, দুই শিশুর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বুকে পানির শব্দ ছিলো। প্রাথমিকভাবে ধারণা করছি পানিতে ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারবো।

তবে শিশুদের পরিবার থেকে পাওয়া তথ্য বিভ্রান্তিকর ছিলো বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভোলা,মৃত্যু,রহস্যজনক,লাকড়ি,ভাই-বোন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close