• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভাঙ্গায় জনসভার মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ:  ১০ অক্টোবর ২০২৩, ১৫:২৮ | আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৫:৩১
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় জনসভার মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্প উদ্বোধন শেষে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের সমাবেশ মঞ্চে পৌছান তিনি।

সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় মাওয়া রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ঢাকা-ভাঙ্গা রেলপথে রেল চলাচল উদ্বোধন করেন। পরে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ভাঙ্গা রেল জংশনে পৌঁছান। সেখান থেকে সড়কপথে পৌঁছান সমাবেশস্থলে।

প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছানোর আগে র্যাবের একটি বিশেষ হেলিকপ্টার জনসভাস্থল প্রদক্ষিণ করেন। জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ঘিরে এদিন সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা ড. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আসতে শুরু করে। দুপুরের প্রখর রোদ আর গরম উপেক্ষা করেই তারা সমাবেশস্থলে অবস্থান করছেন।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথের মোট দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। এ প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রধানমন্ত্রী,ভাঙ্গা,জনসভা,মঞ্চ,ফরিদপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close