• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খুমেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৩, ১৬:৩৫
নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন—খুলনার লবণচরার সরস্বতী দাশ (৪২) ও পিরোজপুরের নাজিরপুরের রোসভি শেখ (৮৫)।

সম্পর্কিত খবর

    খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, সরস্বতী দাশকে বুধবার রাতে এ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা গেছেন। নাজিপুরের রোসভি শেখকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। তিনিও চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা গেছেন।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন ডেঙ্গু রোগী খুমেক হাসপাতালে ভর্তি হন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। মারা গেছেন দুজন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২১৭ জন।

    বর্তমানে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছরে এ পর্যন্ত খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৫১৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২১ জন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close