• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় কেইপিজেড কর্মকর্তার মৃত্যু

প্রকাশ:  ২০ অক্টোবর ২০২৩, ০৯:৪৭
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারায় নাঈম উদ্দিন (৪০) নামে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

জানা যায়, নাঈম উদ্দিন কেইপিজেডে কর্ণফুলী সু-ইন্ডাস্ট্রিজে ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর গ্রামের কান্তির হাট এলাকার আব্দুর নুরের ছেলে। টানেল তৈরির কারণে বাড়ি অধিগ্রহণের পর স্ত্রী-সন্তান নিয়ে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে আছে।

নাঈমের সঙ্গে থাকা দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশার আরেক যাত্রী মিসবাহুল আলম মাসুম বলেন, অফিস শেষে অটোরিকশা করে চাতরী চৌমহনী বাজারে যাচ্ছিলাম। নাঈম ছিলেন ড্রাইভারের পাশে ডান দিকে বসা। পরে মোহাম্মদপুর থেকে আসা আরেকটি অটোরিকশা আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে নাঈম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় বৈরাগ ইউনিয়নের খলিফাপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,মৃত্যু,কর্মকর্তা,কেইপিজেড,সড়ক দুর্ঘটনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close