• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘূর্ণিঝড় হামুন

অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে যানচলাচল স্বাভাবিক

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০২৩, ১৩:৪২
নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় হামুনের আক্রমণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছ পড়ে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর সাড়ে চার ঘণ্টা পর আবারও যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০ টার পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে এ মহাসড়কে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদিন বলেন, রাতে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরুর পর চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় বেশকিছু গাছ উপড়ে পড়ে। সঙ্গে একটি বৈদ্যুতিক খুঁটিও সড়কে উপড়ে পড়েছে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। আমরা গত সাড়ে চার ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসকে নিয়ে গাছগুলোর অপসারণ করেছি।

জয়নাল আবেদিন আরো বলেন, গাছের পরিমাণ এত বেশি যে আরো কয়েকঘণ্টা লাগতে পারে। তবে এ ঘটনায় কেও হতাহত হয়নি। প্রায় সাড়ে চার ঘন্টা পর সড়কে পড়ে থাকা গাছপালা গুলো সরিয়ে দেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পটিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন বলেন, ঘূর্ণিঝড় হামুনের প্রভাব পটিয়ায় পড়েনি।

উপজেলার কোথাও কোনো ধরনের ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নি।

এদিকে আবহাওয়া অফিস জানায়, শক্তি হারিয়ে মঙ্গলবার সন্ধ্যায় হামুনের অগ্রভাগ আঘাত হানে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে। কক্সবাজারের কুতুবদিয়ার কাছ দিয়ে অতিক্রম করা শুরু করে এই ঘূর্ণিঝড়। এটি শেষ রাত নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে।

ঘূর্ণঝড়,হামুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close