• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে পুলিশ-র‍্যাবের তল্লাশি

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০২৩, ২১:৩৯
নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে দুই দিন আগে থেকেই পথে পথে পুলিশের তল্লাশি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, সাইনবোর্ড, মন্ডলপাড়া, চিটাগাং রোড এলাকায় পুলিশ-র‍্যাবের তল্লাশি চৌকি দেখা যায়। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাবের টহল অব্যাহত রয়েছে।

সরেজমিনে সাইনবোর্ড ও চিটাগাং রোডে পুলিশের তল্লাশি চৌকিতে দেখা যায়, ঢাকাগামী বাসসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। সেখানে যাত্রীদের ব্যাগ, মালামাল পরীক্ষা করা হচ্ছে। শহরের মন্ডলপাড়া, ২ নম্বর রেলগেট, চাষাঢ়া এলাকায় পুলিশ ও র‍্যাবের তল্লাশি চৌকিতে একই চিত্র দেখা যায়।

জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ও জনগণের জানমাল রক্ষায় পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। কেউ যেন কোনো ধরনের নাশকতার চেষ্টা করতে না পারে বা কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বহন করে ঢাকায় প্রবেশ না করতে পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছেনা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

তল্লাশি,পুলিশ-র‍্যাব,নারায়ণগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close