• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাভার ও চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশ:  ০১ নভেম্বর ২০২৩, ১০:২৭
পূর্বপশ্চিম ডেস্ক

বিএনপি-জামায়াতের তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকার সাভারে ও চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) ভোর ৬টার দিকে সাভারের বলিয়ারপুর ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ব্রিজ এলাকায় এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ভোরে বাসে অগ্নিসংযোগের খবর জানান স্থানীয়রা। ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। বাসটিতে হঠাৎ ১০-১২ জন লোক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া রিমি পরিবহনের বাসটি ঢাকা-গাইবান্ধা রুটে চলাচল করত।

এদিকে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো.আবদুর রাজ্জাক বলেন, সকাল সোয়া আটটার দিকে দুর্বৃত্তরা একটি লোকাল বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, বেল্লাপাড়া ব্রীজের পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যায়। জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আগুন,বাস,সাভার,চট্টগ্রাম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close