• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৭
গাজীপুর প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সোমবার (৬ নভেম্বর) ভোরে গাজীপুরে কে.পি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সুফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬টার দিকে কালিয়াকৈর বাস স্টেশন থেকে ছেড়ে আসা কালিয়াকৈর পরিবহন (কে.পি) নামের যাত্রীবাহী একটি বাস গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় পৌঁছালে চলন্ত ওই গাড়িতে ৪-৫ জন যুবক দৌড়ে উঠে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরে গাড়িতে থাকা যাত্রীরা চিৎকার চেঁচামেচি করে নেমে পড়েন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলেও ঘটনায় জড়িতদের কোনো তথ্য পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, সোমবার ভোরে সফিপুর এলাকায় কে.পি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আগুন,গাজীপুর,যাত্রীবাহী,বাস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close