• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

প্রকাশ:  ০৭ নভেম্বর ২০২৩, ১২:২৯
গাজীপুর প্রতিনিধি

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় দু’টি বাসে অগ্নিসংযোগ করে তারা। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন শ্রমিকরা।

জানা গেছে, সকালে শ্রমিকরা কর্মস্থল ছেড়ে সড়কে অবস্থান করে। এসময় তারা বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এসময় পুলিশ-শ্রমিক সংঘর্ষ হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কয়েকটি বাস ভাঙচুর এবং দুইটি বাসে আগুন দেয়।

শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে ২৩ অক্টোবর থেকে তারা আন্দোলন করে আসছে। সরকার এবং মালিকপক্ষ তাদের আন্দোলনের কোনো গুরুত্ব না দিয়ে গ্রেপ্তার, হয়রানি এবং নির্যাতন করছেন। বেতন বৃদ্ধির নামে প্রহসন করছেন মালিকপক্ষ।

কাশেমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, দুইটি বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে দুটি বাস পুড়ে ছাই হয়েছে। কোনাবাড়ী মেট্রো থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, শ্রমিকরা সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী সাইনবোর্ড নামক এলাকায় আজমেরি পরিবহনের দু’টি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে। শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়।

র‌্যাব-১’র অধিনায়ক ইয়াসিন আরাফাত হোসাইন বলেন, তৃতীয় পক্ষের কেউ শ্রমিকদের উস্কে দিয়ে মহাসড়কে অবরোধ, ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের সদস্যরা টহল দিচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গাজীপুর,আগুন,শ্রমিক,বিক্ষোভ,বাস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close