• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গাজীপুরে পুলিশের গুলিতে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

প্রকাশ:  ১২ নভেম্বর ২০২৩, ১২:২৮
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত পোশাকশ্রমিক মো. জামাল উদ্দিন (৪০) মারা গেছেন।

শনিবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জালাল উদ্দিন ইসলাম গার্মেন্টসে সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

জালাল উদ্দিন ইসলামের শ্যালক রেজাউল করিম জানান, জালালের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানায়। বর্তমানে স্ত্রী নার্গিস পারভিন ও একমাত্র মেয়েকে নিয়ে কোনাবাড়ীর জরুন এলাকায় থাকতেন।

তিনি দাবি করেন, গত ৮ নভেম্বর সকাল ৮টার দিকে জরুন এলাকায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলা আন্দোলনে পুলিশের চালানো শটগানের গুলিতে আহত হয়েছিলেন জালাল। তার পেটে গুলি লেগেছিলো। ওইদিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

একইদিন ওই আন্দোলনে পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,পোশাকশ্রমিক,গাজীপুর,পুলিশ,গুলি,আহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close