• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৩, ১২:৫৯
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দু’টি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করতো।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, সাতকানিয়া মডেল মসজিদের একটু দক্ষিণে পুড়ে যাওয়া বাসগুলো মালিকের নিজস্ব ডিপোতে ছিলো। ওখানে পাহারাদার ছিলো, তারা কিছু বলতে পারছে না। কীভাবে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখছি।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, ভোর ৪টা ৫ মিনিটে আমরা খবর পেয়েছি। আমাদের দু’টো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা বলা যাচ্ছে না বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,আগুন,সাতকানিয়া,বাস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close