• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অবরোধে মৌলভীবাজারের যান চলাচল স্বাভাবিক

প্রকাশ:  ২৬ নভেম্বর ২০২৩, ১৭:৪০
মৌলভীবাজার প্রতিনিধি

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে মৌলভীবাজারে নেই কোন উত্তাপ। স্বাভাবিক রয়েছে যান চলাচল।

জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে সবগুলো সড়কে যানবাহন চলাচল করছে। ট্রেন গুলোও সময় অনুযায়ি ছেড়ে গেছে। শুধু দূরপাল্লার যাত্রীবাহী গণপরিবহন কম দেখা গেছে। তবে লোকাল বাস ও প্রাইভেট গাড়ী চলাচল রয়েছে স্বাভাবিক। জেলা শহরসহ প্রতিটি উজেলায় আইশৃঙ্খলা বাহিনী রয়েছে কড়া নজরদারিতে।

সড়কে বিএনপি সমমনা দলের নেতাকর্মীদের না দেখা গেলেও মৌলভীবাজারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে সব থাকতে দেখা গেছে। এছাড়াও জেলার অন্যান্য উপজেলার মতো শ্রীমঙ্গল উপজেলায় অবরোধকে উপেক্ষা করে বিভিন্ন যানাহন চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন।

শেরপুর-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া সড়কে যাত্রীবাহী ও মালবাহী যান চলাচল স্বাভাবি রয়েছে। সকাল থেকে হবিগঞ্জ-শ্রীমঙ্গল লোকাল বাস চলাচল করতে দেখা গেছে। দুপুর থেকে সিলেট-হবিগঞ্জ রোডে যাত্রীবাহী বিরতিহীন বাস চলাচল করতে দেখা যায়। অন্যান্য হরতাল অবরোধের দিনের মতো শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদেও সড়কে উপস্থিতি লক্ষ করা গেছে।

অবরোধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close