• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯
রাজবাড়ী সংবাদদাতা

৯ ঘণ্টা বন্ধ থাকার পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার (৯ ডিসেম্বর) রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে দু’টি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌনে ১০টা থেকে দৌলতদিয়া থেকে ফেরি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মাঝ রাত থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিলো।

নদী পারের অপেক্ষায় সিরিয়ালে থাকা যানবাহনের সংখ্যা দ্রুত কমে যাবে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

স্বাভাবিক,চলাচল,ফেরি,নৌরুট,দৌলতদিয়া-পাটুরিয়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close