• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেঘনায় ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২
ভোলা প্রতিনিধি

ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ ও টিপু-১৪’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত ও আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভোলার হাইমচর নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সোহেল। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তার দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে সোমবার রাত ৯টায় ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।

এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে সোহেল নামে একজন মারা যান। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবোচরে আটকে আছে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লঞ্চটি ঢাকার উদ্দেশে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে।

এ বিষয়ে জানতে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভোলা,নিহত,সংঘর্ষ,লঞ্চ,ঘন কুয়াশা,মেঘনা নদী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close