• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জুড়ীতে বন্য শুকরের আক্রমনে ৩ জন আহত

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০২৩, ১১:২২
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে বন্য শুকরের আক্রমণে ৩ জন আহত হয়েছেন। আহত একজনকে অবস্থা গুরুতর হওয়াতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন বাকই মিয়া (৭০), ইসহাক আলী (৬০) ও পারভেজ মিয়া (৩০)।

জানা যায়, সোমবার সন্ধ্যায় জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া বস্তিতে একটি বড় আকারের শুকর আক্রমন চালিয়ে ৩জনকে আহত করে। এসময় গ্রামবাসীরা আত্মরক্ষার্থে শুকরটিকে পিটিয়ে মেরে ফেলে।

স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, পার্শবর্তী সমাই পাহাড় থেকে বড় আকারের শুকর বেরিয়ে বস্তি এলাকায় নেমে আসে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে মন্ত্রীগাঁও, যোগীমুরা ও পশ্চিম শিলুয়া এলাকায় শুকরটি ঢুকে স্থানীয়দের ফসলের ক্ষতি করে আসছিল।

হঠাত করে কয়েকজনের উপর আক্রমন করে ৩জনকে কামড়ে-আঁছড়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত বাকই মিয়া ও ইসহাক আলীকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহতা অবস্থায় পারভেজ মিয়াকে সিলেটে প্রেরণ করা হয়।

নিহত,বন্য শুকর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close