• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

কারাগারে থেকেও নাশকতার মামলার আসামি শফিকুল

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০২৩, ২৩:২১
পূর্বপশ্চিম ডেস্ক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের যুবদল নেতা শফিকুল ইসলাম (৩৪) কারাগারে থেকেও নাশকতার মামলার আসামি হয়েছেন। নাশকতার মামলায় তাকে এফআইআরভুক্ত ১০ নাম্বার আসামি করেছেন নান্দাইল মডেল থানার এসআই মো. শফিউল্লাহ মির্জা।

এ নিয়ে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সঠিকভাবে তদন্ত না করে নাশকতার মামলায় জড়ানোর বিষয়টি পুলিশের দায়িত্বে অবহেলা হিসাবে প্রকাশ পায়। জানা গেছে, ওই যুবদল নেতা শফিকুল ইসলাম মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। ৮ নভেম্বর পারিবারিক মামলার আসামি হয়ে কারাগারে তিনি হাজতবাস করছিলেন।

এ দিকে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে ১৫ নভেম্বর বিএনপির হরতাল-অবরোধের সমর্থনে নাশকতার চেষ্টার মামলায় তাকে আসামি করা হয়েছে। কিন্তু ২২ নভেম্বর পারিবারিক মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন। বর্তমানে জামিনে মুক্তি পেয়েও পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

এ বিষয়ে যুবদল নেতা শফিকুল ইসলামের পক্ষে নান্দাইল উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক জহিরুল হক বলেন, এরকম পুলিশি হয়রানির শিকার হচ্ছে বিএনপি নেতাকর্মীসহ সমর্থিত সাধারণ মানুষ। পুলিশের ভয়ে মোয়াজ্জেমপুর ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ এখন ধরপাকড় আতঙ্কে রয়েছে।

নাশকতা,কারাগারে,বিএনপি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close