• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ধর্ষণের অভিযোগ গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০২৩, ২২:০৯
পূর্বপশ্চিম ডেস্ক

গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান নিরাপত্তাকর্মী আব্দুল হাইকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) অভিযুক্তকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এর আগে, ভুক্তভোগী শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ করেন।

আব্দুল হাই শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান নিরাপত্তাকর্মী। শিশুটির পরিবার ওই প্রতিষ্ঠানের আবাসিক ভবনের (কোয়ার্টার) বাসিন্দা।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বন্দিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে শিশুটিকে চিপস ও চকলেট দেওয়ার কথা বলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত আব্দুল হাই। শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

ওই শিশুর বাবা অভিযোগ করে বলেন, ‘‘শিশু উন্নয়ন কেন্দ্রের তত্বাবধায়ককে জানালে তিনি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।”

তবে অভিযোগ অস্বীকার করে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘‘পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে।”

ধর্ষণ,গাজীপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close