• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমি সত্যিকারের এতিম, আপনাদের দেখলে কষ্ট ভুলে যাই: আইনমন্ত্রী

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:১৩
পূর্বপশ্চিম ডেস্ক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচনি তফশিল ঘোষণার পর তারা দেশে হত্যাযজ্ঞে নেমেছে।

শুক্রবার বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ খেলার মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, ওনাদের (বিএনপি) এক নেতা আছে, ওনি লন্ডনে বসে হুকুম দেন ধ্বংসযজ্ঞ চালানোর জন্য।

তিনি বলেন, বিএনপি ট্রেনের বগিতে আগুন লাগিয়ে চারজনকে হত্যা করেছে। বিএনপির কাছে নারী এমনকি নিষ্পাপ শিশুও সেফ না, বিএনপি-জামায়াত আবারো বাংলাদেশকে ধ্বংস করার জন্য ওঠেপড়ে লেগেছে।

আনিসুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা নির্বাচন বানচাল করতে হরতাল-অবরোধ ডেকেছেন আপনারা সাবধান হয়ে যান। এ দেশে আইন আছে, আইনের শাসন আছে, আপনারা যা করছেন এটা রাষ্ট্রদ্রোহী।

তিনি জনগণকে উদ্দেশ করে বলেন, বিএনপি-জামায়াতের এসবে আপনারা ভয় পাবেন না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আনিসুল হক বলেন, সারা বিশ্বের মানুষের কাছে প্রমাণ করতে হবে জনগণ নির্বাচন চায়। তাই আপনাদের কাছে দাবি করছি, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনাদের পরিবার-পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। যেন সারা বিশ্ব দেখতে পায় যে, মানুষ আমাকে এবং আওয়ামী লীগকে খুব ভালোবাসেন।

এ সময় আনিসুল হক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি সত্যিকারের এতিম। আপনাদের দেখলে আমি আমার কষ্ট ভুলে যাই। আমি এটুকু দাবি করে গেলাম ভোট কেন্দ্রে গিয়ে আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামাল ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন।

সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া প্রমুখ।

আইনমন্ত্রী আনিসুল,নির্বাচন,আখাউড়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close