• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নৌকা ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে: এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:৪৮
পূর্বপশ্চিম ডেস্ক

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি বিভিন্ন সাংবাদিক ও পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরা এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ইতোমধ্যে দেশ-বিদেশের মানুষের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

দেশে যখন নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক এমন সময়েও বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে রয়েছেন। ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ ভোটের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের জবাব দেবে।

নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। বুধবার কুমিল্লা-৯ নির্বাচনি এলাকার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন, মুদাফরগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়ন স্কুল মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউনুস ভূঁইয়া, সম্পাদক মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলাম হিরা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন।

এলজিআরডি মন্ত্রী,লাকসাম,আওয়ামী লীগ,তাজুল ইসলাম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close