• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাভারে ট্রাকচাপায় প্রাণ গেলো সাংবাদিকের

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৩
রেদোয়ান হাসান, সাভার
দীপ্ত টিভির ভিডিও এডিটর কামরুজ্জামান রতন।

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় এক সাংবাদিক নিহত হয়েছেন।

উপজেলার তালবাগ থেকে অফিসে যাওয়ার পথে সাভারের ব্যাংক টাউন এলাকায় রোববার এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ৫০ বছর বয়সী কামরুজ্জামান রতন ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

রতনের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, ‘কামরুজ্জামান ভাই আমাদের হেড অফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন, তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। আজ (রোববার) সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংক টাউন এলাকায় একটি ট্রাক তার বাইককে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামান ভাই ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন।

তিনি আরও বলেন, ‘সড়কে বেপরোয়া পরিবহনের কারণে আজ প্রিয় সহকর্মীকে হারালাম। আর কত প্রাণ গেলে সড়কে শৃঙ্খলা ফিরবে?’

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি কামরুজ্জামান নামে এক সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। ওই সময় সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।’

মরদেহ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটকের চেষ্টা চলছে ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সড়ক দূর্ঘটনা,সাংবাদিক নিহত,দীপ্ত টিভি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close