• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গৌরীপুরে লাঙ্গল প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২৪, ২০:১৫
পূর্বপশ্চিম ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের বোকাইনগর ইউনিয়নের দরগা বাজারে লাঙ্গল প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে এ ঘটনার প্রতিবাদ জানান জাতীয় পার্টির নেতাকর্মী-সমর্থকরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা লাঙ্গল প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ। তিনি বলেন, জাতীয় পার্টির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ হামলা চালানো হয়েছে। এর আগেও আমাকে ভয়ভীতি দেখানো হয়। পোস্টার ছিঁড়ে ফেলে।

লাঙ্গল প্রতীকের অফিসের দায়িত্বপ্রাপ্ত বালুচড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারে পুত্র মো. সাইদুল হক জানান, তিনি রাত সাড়ে ১০টায় অফিসের তালাবদ্ধ করে রেখে যান। খবরে সকালে এসে দেখি অফিসের তালা ভাঙা, অফিসের টিনের বেড়া কুপিয়েছে এবং সবগুলো চেয়ার ভেঙে ফেলা হয়েছে।

প্রতিবেশী দোকানি নয়াপাড়া গ্রামের মো. মাসুদ রানা জানান, তিনি রাত আড়াইটার দিকে শব্দ শুনেছেন।

পাঠানটুলা গ্রামের মো. রাজদ ভূঁইয়ার পুত্র মো. রব্বান ভূঁইয়া জানান, রাত আড়াইটার দিকে প্রাইভেটকারে ৫-৭ জন লোক বাজারে নামে। আমরা ভয়ে সবাই পালিয়ে যাই। এরপর ওরা অফিস ভাঙচুর করেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে গৌরীপুর থানার এসআই মো. আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় জানান, রাতের আঁধারে কে বা কারা কিছু চেয়ার ভাঙচুর করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গৌরীপুর,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,ময়মনসিংহ-৩,জাতীয় পার্টি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close