• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিরাজগঞ্জ-৬ আসনের নৌকার প্রার্থী ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২৪, ২১:৪৮
পূর্বপশ্চিম ডেস্ক

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নৌকার প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (শাহজাদপুর) বিচারক মামুন-অর-রশিদ তাঁদের এ নোটিশ দেন। আগামীকাল শনিবার বেলা তিনটায় তাঁদের নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীর অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশের একটি অংশে নৌকার প্রার্থী চয়ন ইসলামকে বলা হয়েছে, ‘আপনার উপস্থিতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ব্যবহার করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজমসহ অন্য শিক্ষকদের ব্যবহার করে ৩ জানুয়ারি নির্বাচন কর্মসূচি পরিচালনা করা হয়েছে, যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। এর মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৪ (১) নম্বর ও ১৪ (২) নম্বর বিধি লঙ্ঘিত হয়েছে।’

নোটিশের অপর অংশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজমকে বলা হয়েছে, ‘আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অন্যান্য শিক্ষকসহ ও কার্যালয় ব্যবহার করে নৌকার প্রার্থী চয়ন ইসলামের পক্ষে, তাঁর উপস্থিতিতে ৩ জানুয়ারি নির্বাচনী কর্মসূচি পরিচালনা করেছেন, যার ভিডিও ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।’

নোটিশে ওই দুজনকে বলা হয়, ‘এই আইনভঙ্গের কারণে কেন আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, সে বিষয়ে ৬ জানুয়ারি বেলা ৩টায় সশরীর অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো। সেই সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ওই নির্বাচন কর্মসূচিতে উপস্থিত শিক্ষকদের তালিকা জমা দিতে উপাচার্যকে বলা হয়েছে।’

এ বিষয়ে কথা বলতে উপাচার্য শাহ আজমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। সিরাজগঞ্জ-৬ আসনের নৌকার প্রার্থী চয়ন ইসলামও ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি।

শাহজাদপুর,সিরাজগঞ্জ,দ্বাদশ সংসদ নির্বাচন,আচরণবিধি লঙ্ঘন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close