• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভালুকায় নিয়োগ পরিক্ষার প্রবেশপত্র না দেওয়ার অভিযোগ

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:২১
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় একটি দাখিল মাদ্রাসার নিয়োগ পরিক্ষায় ফজলে রাব্বি নামে এক পরীক্ষার্থীকে প্রবেশ পত্র না দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযোগকারী ফজলে রাব্বি জানায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী এলাকায় বহুলী দাখিল মাদরাসার জন্য একজন আয়া, একজন অফিস সহায়ক ও একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মোট তিনজনকে নিয়োগের জন্য শুক্রবার (৫ই জানুয়ারি) সকালে পরীক্ষার দিন ধার্য করা হয়। শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ও তাকে প্রবশ পত্র না দেওয়ায় এলাকা বাসীর সহযোগিতায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জানতে পারে তার প্রবেশ পত্র মাদ্রাসার দপ্তরীর মাধ্যমে তার এক আত্মীয়ের কাছে পৌছানো হয়েছে।

মাদ্রাসার সাবেক সভাপতি মো: ফখরুল হাসান জানান এমন ঘটনার বিষয়ে তিনি আগে খোঁজ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর তিনি বাদী হয়ে পরীক্ষা নির্বাচন উপলক্ষে স্থগিত রাখার আবেদন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ন ম ঝিল্লুর রহমান জানান, আবেদন পাওয়ার পর ওই মাদ্রাসার নিয়োগ পরিক্ষা স্থগিতের জন্য নির্দেশ দেন। শুক্রবার পরীক্ষা নেওয়ার বিষয়টি তিনি জানেন না।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মো: আবুল কালাম বলেন ফজলে রাব্বির প্রবেশ পত্র না দেওয়ার ঘটনা মিথ্যা। তার প্রবেশপত্র তাকে না পেয়ে তার এক ভাইকে দেওয়া হয়েছে। আমার কাছে প্রাপ্তি শিকার কপি আছে।

নিয়োগ পরিক্ষা,ভর্তি পরিক্ষা,প্রবেশ পত্র

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close