• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শৈতপ্রবাহে চুয়াডাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় বন্ধ, খোলা প্রাথমিক

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:৪২
নিজস্ব প্রতিবেদক

শৈতপ্রবাহের কারণে চুয়াডাঙ্গার মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হলেও প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা ছিল।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এই চিত্র দেখা গেছে। তবে মাধ্যমিক বিদ্যালয় বন্ধের প্রভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বুধবার সন্ধ্যায় জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধের নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) আতাউর রহমান জানান, গত মঙ্গলবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা আসে, ‘কোনো এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই সে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। বুধবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এজন্য জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হলেও খোলা ছিল প্রাথমিক বিদ্যালয়।

তবে প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল নগণ্য। মাধ্যমিক বিদ্যালয় বন্ধের প্রভাবে এমনটা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান জানান, বিদ্যালয় বন্ধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়নি। তিনি বলেন, সকাল থেকে বৃষ্টি এবং শীতের কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।

শৈত্যপ্রবাহ,চুয়াডাঙ্গা,শিক্ষার্থী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close