• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কোমলমতি শিশুদের প্রতি কঠোর না হওয়ার পরামর্শ জবি উপাচার্যের

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২৪, ২০:০৮
জবি প্রতিনিধি

কোমলমতি শিশুদের প্রতি কঠোর না হতে এবং জোর করে তাদের প্রতিযোগিতায় ঠেলে না দিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি বলেন, শিশুদের প্রতি কঠোর হওয়ার কারণেই তাদের মানসিক বিকাশ বাঁধাগ্রস্ত হয়। একটি শিশু ছোটবেলা থেকেই ভালো শিক্ষাব্যবস্থার মাধ্যমে গড়ে উঠলে তার ভিতটা অনেক মজবুত হবে নতুবা তাকে পরবর্তীতে যত বড় ইনস্টিটিউটেই পড়তে পাঠানো হোক না কেন সে ভালো করবে না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হিড ইন্টারন্যাশনাল স্কুলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জবি উপাচার্য।

ড. সাদেকা হালিম আরও বলেন, আমাদের দেশের প্রেক্ষিতে শিশুদের বিকাশে বিভিন্ন সুযোগ সুবিধা অনেক সীমিত। গ্রামীণ শিশুদের তুলনায় শহরের শিশুরা বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে। এসময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মেলবন্ধনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে হিড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ টলবার্ট ডোবে সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

জবি উপচার্য,শিক্ষার্থী,সাদেকা হালিম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close