• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানুষের জীবিকা নির্বাহ করা নাগালের বাইরে চলে গেছে: জি এম কাদের

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯
পূর্বপশ্চিম ডেস্ক

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝতে পারছি, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং কোনো ব্যবস্থাই কাজ করছে না। সাধারণ মানুষের আয় কমে গেছে। মানুষের জীবিকা নির্বাহ করা নাগালের বাইরে চলে গেছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরের দর্শনা এলাকায় পল্লী নিবাসে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নবনির্বাচিত ১১ সংসদ সদস্য আজ সকালে ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে নেমে রংপুরে আসেন। দুপুরে তাঁরা রংপুর নগরের পল্লী নিবাসে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে বিকেলে তাঁরা উড়োজাহাজে করে ঢাকার পথে রওনা হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনি (জি এম কাদের) অসাংবিধানিক বক্তব্য রেখেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘আমি কোনো অসাংবিধানিক বক্তব্য দিইনি। বিরোধী দল হিসেবে সংসদে দায়িত্ব পালন করতে গিয়ে স্পিকারের কাছে কী কী প্রত্যাশা, সেটা জানিয়েছি এবং যুক্তিও দিয়েছি। এটা অনেকে রেওয়াজ বলেছেন। আসলে রেওয়াজ মানুষ তৈরি করে, আবার রেওয়াজ মানুষই ভাঙে।’

দেশের সার্বিক অবস্থা প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেন, এখন এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ছে না। তবে ভেতরে-ভেতরে একটা অস্থিরতা তো নিশ্চয়ই আছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জি এম কাদের বলেন, ‘নির্বাচনের প্রথম দিন থেকে আমি এটা সব সময় বলে আসছি, এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে।’

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘বঙ্গবন্ধুর মতো নেতা যখন সংসদে ছিলেন, তখন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত পার্লামেন্ট কাঁপিয়ে রাখতেন। এবার এই পার্লামেন্টে বিরোধী দলের নেতা জি এম কাদের। তিনি অনেকবার এমপি ছিলেন, উপনেতা ছিলেন এবং মন্ত্রীও ছিলেন। আমরা পোড় খাওয়া জনপ্রতিনিধি। দেশবাসী আমাদের ওপর ভরসা রাখতে পারেন। বিরোধী দল হিসেবে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারব। সংখ্যাটা বড় নয়, বড় হলো আন্তরিকতা ও দায়িত্বপালনের ইচ্ছা। সেই ইচ্ছা ও আন্তরিকতা আমাদের আছে।’

দলের অস্তিত্বসংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব মুজিবুল হক বলেন, ‘আমরা দলে অস্তিত্বসংকট দেখতে পারছি না। ৪১ জন প্রেসিডিয়াম মেম্বারের মধ্যে দুজনকে অব্যাহতি দিয়েছি। ৩৯ জন প্রেসিডিয়াম মেম্বার, ২৯৯ জনের কেন্দ্রীয় কমিটি, ৭৭টি জেলা কমিটি জি এম কাদেরের বাইরে নেই।’

দলের উপদেষ্টা রওশন এরশাদ প্রসঙ্গে মহাসচিব মুজিবুল হক বলেন, ‘তাঁকে আমরা শ্রদ্ধা করি। তিনি হলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী। ওনার বয়স হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ওনার নেই।’

রংপুর,রংপুর বিভাগ,জি এম কাদের,রাজনীতি,জাতীয় পার্টি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close