• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাবিতে ধর্ষণ: বিশ্ববিদ্যালয়ের দায় খতিয়ে দেখবে ইউজিসি

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৮ | আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণের ঘটনা খতিয়ে দেখতে সত্যা-সত্য যাচাই (ফ্যাক্টস ফাইন্ডিং) কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (৭ জানুয়ারি) এ কমিটি গঠন করা হয় বলে ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।

সচিব বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মতো ঘটনা কেন ঘটল এবং এর পেছনে কাদের দায় রয়েছে সেটি খতিয়ে দেখবে এই কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এর পেছনে কোনো দায় আছে কি-না বা তারা কার্যকর ব্যবস্থা নিয়েছে কি-না সেটিও দেখা হবে।”

দুই সদস্যের এ কমিটিতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনুর রহমানকে আহ্বায়ক এবং উপ-পরিচালক মৌলি আজাদকে সদস্য করা হয়েছে।

এর আগে, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বহিরাগত এক দম্পতিকে ডেকে স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে স্ত্রীকে পাশের জঙ্গলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তদের পালাতে সহায়তা করার অভিযোগে আরও তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণে মূল অভিযুক্ত মামুন নামে এক বহিরাগত এখনও গ্রেপ্তার হয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন,ইউজিসি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close