• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চাঁপাইনবাবঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই চাঁদাবাজ গ্রেপ্তার

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের সদর থানা এলাকার পুরাতন বাজার সংলগ্ন সাধারণ কাঁচা সবজি বিক্রেতা ও জনসাধারণের চলাচালের প্রধান সড়কে চলাচলকারী পন্যবাহী অটোরিক্সাযাত্রীদের নিকট থেকে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়,গত মঙ্গলবার(৬ জানুয়ারী) সকাল ৯টার দিকে অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হল- চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়নশুকা মহল্লার মৃত ফেরদৌস আহমেদের ছেলে ফাউজুল আজিম ওরফে আলফা(৪০) ও মসজিদপাড়া মহল্লার মৃত সনুর ছেলে রবিউল আওয়াল(৩০)।

মঙ্গলবার রাত ৯টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার পুরাতন বাজার সংলগ্ন সাধারণ কাঁচা সবজি বিক্রেতা ও জনসাধারণের চলাচালের প্রধান সড়কে চলাচলকারী পন্যবাহী অটোরিক্সাযাত্রীদের নিকট থেকে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করে আসছে। এ সংক্রান্ত তথ্য পাবার পর র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই দুই চাঁদাবাজকে উল্লেখিত সড়ক এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদও থানায় মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব।

চাদাবাজ,গ্রেফতার,অপরাধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close