• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্লাস্টিক কারখানার মেশিনে চুল আটকে নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০
পূর্বপশ্চিম ডেস্ক

জামালপুরে একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় “রিসাইক্লিং” মেশিনে চুল আটকে শিলা (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জামালপুর পৌর শহরের চন্দ্রা বাইপাস সড়ক সংলগ্ন মেসার্স মুনতাসির প্লাস্টিক প্রসেসিং স্টোর নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাস্টিক পরিষ্কার করার সময় শিলার মাথার চুল মেশিনে আটকে যায়। মেশিনে তিনি মারাত্মকভাবে আহত হন। শিলাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, নিহত শিলা জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী গহেরপাড়া গ্রামের মৃত ফকির শেখের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির বলেন, “প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় কাজ করার সময় অসাবধানতায় শিলা নামের এক নারী শ্রমিকের চুল মেশিনে আটকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি আরও বলেন, “পরবর্তীতে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পরিবারের লোকজন মৃতদেহ তার বাড়িতে নিয়ে যায়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে, পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মৃত্যু,জামালপুর,শ্রমিক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close