• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদারীপুরের এক বিচারককে তলব করেছেন হাইকোর্ট

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৫১
পূর্বপশ্চিম ডেস্ক

একটি মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও সেই মামলার আসামিকে আদালতে হাজিরের আদেশ দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে মাদারীপুরের এক বিচারককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১০ মার্চ মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসাইনকে সশরীর আদালতে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

মো. আবদুল ওয়াদুদ আকন্দ নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর সাবেক স্ত্রী গত আগস্টে মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলাটি করেন।

ওই মামলায় আদালতে আজ আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির বলেন, ‌হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেছেন। এই স্থগিতাদেশ থাকার পরও মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসাইন আসামিকে আদালতে হাজির হতে ১৫ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন। এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে ১০ মার্চ সশরীর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আইনজীবী সগীর হোসেন বলেন, এই মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত ২৪ আগস্ট ওয়াদুদ আকন্দকে অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং গত ১৪ সেপ্টেম্বর দিন রাখেন। মামলাটি গাজীপুর বা ঢাকা বা ময়মনসিংহের আদালতে বদলি চেয়ে ওয়াদুদ হাইকোর্টে আবেদন করেন। গত ৪ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে ৬ মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন, যার মেয়াদ ৩ মার্চ শেষ হওয়ার কথা। কিন্তু গত ১৪ সেপ্টেম্বর মামলাটি মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওঠে। সেদিন আদালত ওয়াদুদ আকন্দের উপস্থিতির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

ওয়াদুদ আকন্দের এই আইনজীবী আরও বলেন, মামলার কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ থাকার পরও আসামিকে হাজির হতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দিন ধার্যের বিষয়টি আদালতের (হাইকোর্ট) নজরে আনা হয়। হাইকোর্ট সংশ্লিষ্ট বিচারককে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছেন। এ ছাড়া আবদুল ওয়াদুদ আকন্দকে হাজির হতে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশও অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেছেন।

আদালত,হাইকোর্ট,মাদারীপুর,ঢাকা বিভাগ,আইন ও আদালত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close