• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

নানা আয়োজনে লক্ষ্মীপুরে ৭ই মার্চ পালিত

প্রকাশ:  ০৭ মার্চ ২০২৪, ১৬:৪০
লক্ষ্মীপুর প্রতিনিধি

নানা আয়োজনে লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) জেলার মীরগঞ্জ বাজারে মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচারসহ নানা কর্মসূচির আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুলের শিশুদের চিত্রাংকন প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অংশ নেন যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উপস্থিত বক্তারা বলেন- ৭ই মার্চ একটি ঐতিহাসিক দিন। আজকের এ দিনটি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পালন করছে বাঙালি। যেখানেই বাঙালি আছে, সেখানে তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চ পালন করছে। কারণ সারা পৃথিবীর বুকে একমাত্র বঙ্গবন্ধুর কারণে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি। তাই সবাই নিজনিজ অবস্থান থেকে ৭ই মার্চ গুরুত্ব পালন করছে। বঙ্গবন্ধু এদেশের মানুষকে একটি ভাষণ দিয়ে মুক্তি করছে। আজ তার মেয়ে এদেশের মানুষের স্বপ্ন পূরণ করছে।

লক্ষীপুর,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,৭ই মার্চ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close