• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শিল্প প্রতিষ্ঠানের জায়গা দখলে সাবেক মন্ত্রীপুত্র!

প্রকাশ:  ২৬ মার্চ ২০২৪, ০১:০০
পূর্বপশ্চিম ডেস্ক

চট্টগ্রাম নগরের তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের জায়গা দখলের অভিযোগ ওঠেছে সাবেক মন্ত্রী এম এম মান্নানের ছেলে আব্দুল লতিফ টিপুর বিরুদ্ধে। সোমবার (২৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আলী হায়দার চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরের কোতোয়ালি থানাধীন ব্যাটারি গলি ধোপাপাড়ায় ক্লিফটন গ্রুপের একটি জায়গা জবরদখল করে নিয়েছেন সাবেক মন্ত্রী এম এম মান্নানের পুত্র আব্দুল লতিফ টিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী। গত ২৩ মার্চ দিন-দুপুরে ৪০-৫০ জন অস্ত্রধারী মুখোশ পরা সন্ত্রাসী বাড়িতে আসে। পরে আমাদের ভাড়াটিয়াদের জিনিসপত্র রাস্তায় ফেলে জায়গাটি দখল করে নেন। এ সময় লুটপাটও চালানো হয়। একপর্যায়ে তাদের দখলে কোনো বাঁধা দিলে ‘লাশ ফেলা হবে’ বলেও হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, আমাদের ওই সাইটের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার অনিমেষ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরীকে বিষয়টি জানান। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ফোন করে ঘটনার বিষয়ে জানানো হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। থানায় গিয়ে মামলা করার কথা বললেও পুলিশ মামলা গ্রহণ করেনি। একপর্যায়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়। আমাদের সিনিয়র সহকারী এস্টেট ম্যানেজার এ এফ এম সাহাব উদ্দীন কোতোয়ালি থানায় এ ব্যাপারে জিডি করেন।

এ সময় ক্লিফটন গ্রুপের জি এম (এস্টেট) সৈয়দ মোহাম্মদ সেলিম উপস্থিকত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন জি এম (এডমিন) এম এ সিদ্দিক চৌধুরী।

ক্লিফটন গ্রুপ,জায়গা দখল,মন্ত্রীপুত্র,চট্টগ্রাম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close