• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এবার আলীকদমেও গোলাগুলি

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২৪, ১৪:৪০
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানের রুমা-থানচিতে কেএনএফ-এর ব্যাংক ডাকাতি, অস্ত্র ছিনতাই, অপহরণ ও গোলাগুলির পর এবার আলীকদমে গোলাগুলির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানচি আলীকদমের ২৬ কিলো এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার সময় থানচি-আলীকদম সড়কের ২৬ কিলো এলাকায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট ভেঙে আলীকদমের দিকে চলে যায় দুটি গাড়ি। গাড়ি দুটিতে আনুমানিক ৩০ জন অস্ত্রধারী ছিল।

স্থানীয়রা জানান, অস্ত্রধারীরা রাত আড়াইটা পর্যন্ত ডিম পাহাড় পর্যটন এলাকায় অবস্থান করছিল। এ ঘটনার পর ২২ কিলো চেকপোস্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান রাত পৌনে ২টায় ফোনে ঢাকা ট্রিবিউনকে বলেন, একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আলীকদমের ২৬ কিলো এলাকায় চেকপোস্ট থেকে গুলি করা হয়।

গত তিন দিন ধরে বান্দরবানের দুটি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বান্দরবান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close