• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাভারের বিভিন্ন মহাসড়কে যান চলাচল ধীরগতি

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২৪, ২২:২৯
পূর্বপশ্চিম ডেস্ক

ঢাকার সাভারে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের ব্যাপক চাপে নবীনগর-চন্দ্রা ও ঢাকা- আরিচা মহাসড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) ঢাকা-আরিচা, নবীনগর চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা যায়, সাভার থেকে নবীনগর পর্যন্ত যানবাহনের চাপ থাকলেও মহাসড়ক রয়েছে স্বাভাবিক। নবীনগর থেকে আরিচাগামী সড়কেও একই অবস্থা। তবে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলের সম্ভার পাম্প থেকে কবিরপুর পর্যন্ত প্রায় সাড়ে ৮ কিলোমিটার সড়কে যানবাহনের ধীরগতি দেখা যায়। তবে যানজটের কোন চিত্র চোখে পড়ে নি।

এ ব্যাপারে সাভার পরিবহনের চালক বলেন, সড়কে দুপুরের পর থেকে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুন। বেশিরভাগ বাস বাইপাইল বাস স্ট্যান্ডে যাত্রী ভরছে। আমরা রিজার্ভ ভাড়ায় রওনা করেছি। আমরা শ্রীপুর থেকে কবিরপুর পর্যন্ত যানবাহনের ধীরগতি দেখেছি। তবে কবিরপুরের পরে সড়ক স্বাভাবিক ছিল। যদিও চন্দ্রার আগে একটু যানজট ছিল।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) বলেন, বাইপাইল থেকে প্রচুর গাড়ী উত্তরের দিকে যাচ্ছে। অতিরিক্ত যাত্রী বাড়ায় যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যাত্রী বাড়ার সাথে সাথে আমাদের পুলিশ সক্রিয় ভুমিকা পালন করছে। হঠাৎ করেই চাপ বেড়ে যাওয়ায় এমনটা হতে পারে। তবে সড়কে কোন ধরনের যানজটের সৃষ্টি হয় নি।

সাভার,যানজট,ধীরগতি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close