• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলা নববর্ষ ১৪৩১ কে বরণ করে নিল নড়াইলবাসী

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২৪, ১২:৫০
নড়াইল প্রতিনিধি

মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা,অগ্নিস্নানে হোক ধরা এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ কে বরণ করলো নড়াইলবাসী। পুরাতন বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ও জেলা শিল্পকলা একাডেমিতে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় প্রভাতি সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ শূরু হয়।পরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সুচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম,স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ -পরিচালক জুলিয়া শুকায়না, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আনসার কমান্ডার বিকাশ কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুন্ডু,সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ,নড়াইল প্রেক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকীসহ সাংবাদিক,সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরে ঐ স্থান থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে ঢাক,ডোল,কাসর বাজিয়ে বিভিন্ন প্লাকার্ডে সজ্জ্বিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। শিল্পকলা একাডেমি চত্বরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে,সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন,সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা।

বাংলা নববর্ষ,পহেলা বৈশাখ,নড়াইল,বর্ষবরণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close