• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করাব’

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৪, ২২:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

চিকিৎসক ও রোগীর স্বার্থে যে কোনো ভাবে দেশে স্বাস্থ্য সুরক্ষা আইন জাতীয় সংসদে পাস করাব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এ ছাড়া বিদেশে চিকিৎসাসেবা নিতে দেশের রোগীদের নিরুৎসাহিত করতে দেশের চিকিৎসকদের আরও সেবা ও সহযোগী মনোভাব নিয়ে কাজ করার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং অধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুরোধে কুমিল্লায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে মন্ত্রী কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং বেডে থাকা চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।

নোয়াখালী,স্বাস্থ্যমন্ত্রী,স্বাস্থ্য সুরক্ষা আইন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close