• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উপজেলায় সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে নাসিরনগরে সভা

প্রকাশ:  ২২ এপ্রিল ২০২৪, ২০:৩৫
আকতার হোসেন,নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(২২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি জেলা প্রশাসক(সার্বিক)মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় সর্বজনীন পেনশন স্কিম একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন প্রান্তিক মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একদিন বড় সম্পদে পরিণত হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সকলকে এই পেনশন স্কিমের আওতায় আসার আহবান জানান।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যার মো: রাফি উদ্দিন আহমেদ,সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাব্বর হোসেন,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহাগ রানা ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরে আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া,চাতলপাড় ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,প্রধান শিক্ষক মো: আবদুর রহিম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,এনজিও প্রতিনিধি মো: আবু সাঈদ,ব্যবসায়ী প্রতিনিধি কুতুবুল আলম পাটোয়ারি প্রমূখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,ইউনিয়ন সচিব,ইউনিয়ন ডিজিটাল সেন্টার(ইউজিসি) উদ্যোক্তা,শিক্ষক,সাংবাদিক,সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

সর্বজনীন পেনশন স্কিম,ব্রাহ্মণবাড়িয়া,সভা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close