• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কক্সবাজারে ভাসমান অবস্থায় ২১ জেলেকে উদ্ধার: ট্রলার মালিক

প্রকাশ:  ০৮ মে ২০২৪, ২৩:৩৩ | আপডেট : ০৯ মে ২০২৪, ০০:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক

বঙ্গোসাগরের কক্সবাজার অংশে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের ২১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খুরুশকুলের রাস্তার মাথা পুরাতন ঘাট এলাকা থেকে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ট্রলারটির মালিক নেজাম উদ্দিন এতথ্য জানিয়েছেন।

নেজাম উদ্দিন জানান, কয়েকদিন আগে তার মালিকানাধীন ট্রলার ‌‘এফবি নেজামে’ করে ২১ জেলে মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যান। আজ বুধবার দুপুরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। জেলেরা জাতীয় জরুরি ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। ওই পরিষেবা ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানায়। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার উপকূল থেকে ১০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে খোঁজাখুঁজি করেও জেলেদের সন্ধান পায়নি। পরে রাতে খুরুশকুলের রাস্তার মাথা পুরাতন ঘাট এলাকা থেকে জেলেদের ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

বঙ্গোপসাগর,ট্রলার ডুবি,জেলে

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close