• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুমিল্লায় ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ-গুলি, আটক ৫

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৮, ২৩:৫৪
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এসময় ২৭ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। আটক করা হয় পাঁচজন ছাত্রদল কর্মীকে। সোমবার বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের পরিদর্শক,এসআই,চারজন কনস্টেবলসহ ছয়জন পুলিশও আহত হয় বলে পুলিশ দাবি করেছে। ছাত্রদলের নেতাকর্মীদের সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে আনন্দ র‌্যালি বের করে দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল। মিছিল বের হওয়ার পর পুলিশ বাধা প্রদান করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ এবং গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে তাদের ১৫/২০ নেতা- কর্মী আহত হয়। আটক করা হয় ছয়জনকে।

সম্পর্কিত খবর

    কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন,পুলিশ বিনা কারণে তাদের উপর লাঠিচার্জ ও গুলি করেছে। এতে তাদের ১৫/২০ নেতা- কর্মী আহত হয়। পুলিশ ছয়জনকে আটক করেছে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক(তদন্ত) সালাউদ্দিন জানান,তারা পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে মারে। এতে তিনি,এসআই তপন বাগচীসহ আরো চারজন কনস্টেবল আহত হয়েছে। পাঁচজনকে আটক করা হয়েছে,তাদের যাচাই করা হচ্ছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close