• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাতীবান্ধায় পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী আহত

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৪
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় পুলিশের গুলিতে সিরাজুল ইসলাম ওরফে আলু সিরাজ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। বর্তমানে সে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এতে পুলিশের একজন সদস্য ও উপ-পরিদর্শক আহত হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের শালবনে এ ঘটনাটি ঘটেছে। এর আগে বুধবার ভোরে উপজেলার গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা আতি শেখের পুত্র রাশেদুল ইসলামকে ৫ কেজি গাঁজাসহ আটক করে।

আহত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম উপজেলার গেন্দুকুড়ি গ্রামের জহর উদ্দিনের পুত্র। আর আহত পুলিশ সদস্যরা হলেন, হাতীবান্ধা থানার এস,আই সিদ্দিক ও কনস্টেবল এরশাদ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রাশেদুলের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার শালবন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আলু সিরাজ ও তার সাথে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আমাদের উপর হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হয়। পরে পুলিশ আত্নরক্ষায় কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

এতেই মাদক ব্যবসায়ী সিরাজুলের দুই পায়ে দুই রাউন্ড গুলি লাগে। এদিকে এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় এবং গুলিবদ্ধ আবস্থায় সিরাজুলকে আটক করা হয়।

/পি.এস

লালমনিরহাট,আহত,মাদক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close