• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চুয়াডাঙ্গায় গাছ ফেলে নৈশ কোচে ডাকাতি, আহত ৫

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০১৯, ১৯:৪৭
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় পূর্বাশা (ঢাকা মেট্রো ব-৬১১) নামে একটি নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি নাহিদ পারভেজসহ ৫ জন আহত হয়েছেন।

বুধবার (০৯ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের অদূরে ডাকাতির ওই ঘটনা ঘটে। আহতরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সম্পর্কিত খবর

    কোচের যাত্রী দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি নাহিদ পারভেজ ঘটনার বর্ণনা দিয়ে জানান, রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় পৌঁছায় পূর্বাশা পরিবহনের একটি কোচ। রাত ৩টার দিকে এক দল ডাকাত দর্শনা ফিলিং স্টেশনের অদূরে সড়কে গাছ ফেলে নৈশ কোচের গতি রোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা ও সোনার গহনাসহ মূল্যবান মালামাল লুট করে।

    প্রায় আধা ঘন্টা তাণ্ডব চালিয়ে পালিয়ে যায় ডাকাতরা। জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান নাহিদ পারভেজ।

    এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

    /অ-ভি

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close