• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বরিশালে এক হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০১৯, ২০:৩১
বরিশাল প্রতিনিধি

বরিশালে অভিযান চালিয়ে একটি ট্রলারে থেকে ১ হাজার কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (২০ জানুয়ারি) সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন লাগোয়া কড়াইতলা নদীতে এই অভিযান পরিচালিত হয়েছে।

সম্পর্কিত খবর

    তবে অভিযানে জাটকা পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    কোস্টগার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিসিজিএস বগুড়া রেজাউল করিম জানিয়েছেন, ভোলা থেকে ট্রলারযোগে জাটকা বরিশালে আসছে এমন সংবাদে তাঁর নেতৃত্বে একটি টিম কড়াইতলা নদীতে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে আসা একটি ট্রলার থামিয়ে তল্লাশি করে ১ হাজার কেজি জাটকা পাওয়া যায়।

    কিন্তু পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মন্দির ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।

    পিবিডি/আরিফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close