• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেনীতে বিশেষ অভিযানে ৫৭০ জন বাইকারদের বিরুদ্ধে মামলা

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ১৯:৫৩ | আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৯:৫৮
ফেনী প্রতিনিধি

ফেনীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে গত এক সপ্তাহে ৫শ’ ৭০ জন বাইকারদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক জানান, পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে ১৪ থেকে ২০ জানুয়ারী পর্যন্ত বাইকারদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চালানো হয়।

সম্পর্কিত খবর

    ট্রাফিক অভিযান একসাথে দুইয়ের অধিক যাত্রী নিয়ে মোটর সাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট বিহীন গাড়ী চালানোয় ৫শ ৭০ জন বাইকারদের বিরুদ্ধে মোটর যান আইনের মামলা দেয়া হয়। ২শ ৩০টি ট্রাক, ৫০টি বাস, ১শ ৩০টি পিকআপের বিরুদ্ধে মটর যান আইনের বিভিন্ন ধারায় ব্যবস্থা নেয়া হয়।

    অভিযান চলাচালে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়। ট্রাফিক আইন সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি জানান।

    পিবিডি/ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close