• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘুষের টাকাসহ কিশোরগঞ্জ ভূমি অফিসের সার্ভেয়ার আটক

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:৫৮ | আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৪:১২
কিশোরগঞ্জ প্রতিনিধি

ঘুষ গ্রহণের সময় কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলা ভূমি অফিস থেকে ঘুষের ১০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

জানা যায়, দুদক ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে দুদকের একটি দল ভূমি অফিসের ওই কর্মকর্তাকে আটক করে।

দুদক কর্মকর্তারা জানান, জমি খারিজের প্রতিবেদন দেয়ার বিনিময়ে শহরের ইটালি ভবনের মালিক শাহ আব্দুল হাকিমের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিন।

বিষয়টি আগেই জানাতে পারে দুদক। পরে আজ দুপুরে টাকা লেনদেনের সময় সেখানে ওৎ পেতে থাকা দুদকের একটি দল তাকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে দুদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পিবিডি/পি.এস

কিশোরগঞ্জ,ঘুষ,ভূমি অফিস,আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close