• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

ভোলা আইনজীবী সমিতির নিবার্চন: বিএনপি ৭, আ.লীগ ৬ পদে জয়ী

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ১০:৫০
ভোলা প্রতিনিধি

২০১৯ সালের ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট সালাহ উদ্দিন হাওলাদার ৮৭ ভোট পেয়ে সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের গোলাম মোর্শেদ কিরণ তালুকদার ১০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতিসহ ৭টি পদে বিএনপি প্যানেল এবং সাধারণ সম্পাদকসহ ৬টি পদে আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত হয়েছে।

এছাড়াও সহ-সভাপতি পদে চার জন প্রার্থীর মধ্যে ৯৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন বিএনপি প্যানেলের এ্যাডভোকেট আলহাজ্ব মো. তৈয়ব, তার সাথে ৮০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন একই প্যানেলের এ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ। সহ-সাধারণ সম্পাদক পদে চার জন প্রার্থীর মধ্যে ৮৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন বিএনপি প্যানেলের এ্যাডভোকেট ইফতারুল হাসান শরিফ, তার সাথে ৮৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন আহমেদ প্রিন্স। অর্থ সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট মোতাছিন। ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে দুই জন প্রার্থীর মধ্যে ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট আলহাজ্ব ইলিয়াছ সুমন।

পাঠাগার সম্পাদক দুইটি পদে চার জন প্রার্থীর মধ্যে ১০১ ভোট পেয়ে প্রথম বিজয়ী হযেছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট সুমন মজুমদার এবং ৯৫ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট ইকবাল হোসেন। নির্বাহী সদস্য পদে ছয় জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কাশেম ৯২ ভোট পেয়ে প্রথম, এ্যাডভোকেট গৌরাঙ্গ ঘোষ ৮৭ ভোট পেয়ে দ্বিতীয় ও এ্যাডভোকেট খায়রুল ইসলাম ৮০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

শনিবার ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা জজ মো. সামছুদ্দিন ও সহকারী রিটার্নিং অফিসার ছিলেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাদিক আহমেদ। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার যুগ্ম জজ মো. সামছুদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট জুলফিকর আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট জয়ন্ত কুমার বিশ্বাস ও এ্যাডভোকেট জামাল উদ্দিন। ভোলা জেলা আইনজীবী সমিতির ১৭৯জন ভোটারের মধ্যে ১৭২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী এক বছর এই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন।

পিবিডি/পি.এস

ভোলা,আইনজীবী সমিতির নিবার্চন,বিএনপি,আ.লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close