• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত সিরাজের বাড়িতে শোকের মাতম

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০১৯, ১৬:৩৯
মাদারীপুর প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ বাংলাদেশি সিরাজুল ইসলাম মোল্লা নিহত হয়েছেন। এতে মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর গ্রামের মোল্লা বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের থেম্বিসা লোকেশনে ডাকাতের হাতে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন সিরাজুল ইসলাম মোল্লা। রোববার (২৭ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার জানায়, অনেকদিন আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের থেম্বিসা লোকেশনে কাজ করে বাসা ফেরার পথে একদল ডাকাতের হাতে গুলিবিদ্ধ হয়। দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। এতে মাদারীপুরের নিজ বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মা-ভাইবোন সবাই শোকে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। তবে পরিবারের দাবি যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন সিরাজুল ইসলামকে দেশে ফিরিয়ে আনে।

সন্ন্যাসিরচর ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, ঘটনাটি শুনে আমি খুব মর্মাহত। আমিও সরকারের কাছে দাবি জানাই ছেলেটির লাশ দেশে ফিরিয়ে যেন আানে। তাছাড়া এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিল সিরাজ।

শিবচর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, আমরা ঘটনাটি জানাতে পেরেছি। খুবই মর্মান্তিক। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের সহযোগীতা করা যায় সেটা আমরা করবো।

/পিবিডি/পি.এস

মাদারীপুর,দক্ষিণ আফ্রিকা,গুলি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close